সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরা পুলিশ সুপারকে সমন্বয়কদের ফুলেল শুভেচ্ছা 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পুলিশ সুপারকে সমন্বয়কদের ফুলেল শুভেচ্ছা 

সাতক্ষীরার পুলিশ সুপার তিনি তার ফেসবুক পোস্টে বলেন কোটাবিরোধী আন্দোলনে সাতক্ষীরা জেলা পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থায় কোনো ছাত্র-ছাত্রী, সাধারণ নাগরিক কিংবা কোনো পুলিশ সদস্যের বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় গত শনিবার কোটাবিরোধী আন্দোলন সাতক্ষীরার সমন্বয়করা পুলিশ সুপার সাতক্ষীরাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

পক্ষান্তরে, শৃঙ্খলাপূর্ণ আন্দোলন করায় এবং সাধারণ জনগণের জানমালের ক্ষতিসাধন হতে বিরত থাকায় পুলিশ সুপার সাতক্ষীরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
 দেশের তরে কর্তব্য পালনে আজ সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন স্থান পরিদর্শনে গেলে ট্রাফিক ডিউটিতে কর্তব্যরত ছাত্রছাত্রীরা আবেগ আপ্লুত হয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সম্পর্কে তাদের ইতিবাচক অনুভূতি ব্যক্ত করেন। 

এতেই প্রতীিয়মান হয় যে, পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার সুযোগ দিলে এবং রাজনৈতিকভাবে ব্যবহার না করলে পুলিশ কখনও জনগণের বিরুদ্ধে দাঁড়ায় না, জনগণের সেবক হয়েই দায়িত্ব পালন করে। তাই পুলিশকে ঢালাওভাবে দোষারোপ না করে পুলিশের জন্য অনুকূল কর্ম-পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। 

কোনো পুলিশ সদস্যের অপেশাদার কর্মকাণ্ডে সংঘটিত প্রাণহানি যেমন বিচারের দাবি রাখে, পাশাপাশি আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে যেসব দুষ্কৃতিকারী রাষ্ট্রীয় সম্পত্তি, পুলিশের বিভিন্ন স্থাপনা, থানা, ফাঁড়ি তদন্ত কেন্দ্রগুলোতে অগ্নিসংযোগ ও লুটতরাজসহ ঢালাওভাবে সাধারণ পুলিশের প্রাণহানি করেছে তাদেরও বিচার হওয়া উচিত। সব বৈষম্য দূরীকরণে যে নবজাগরণ সৃষ্টি হয়েছে, তা যেন আমাদের চিন্তা-চেতনায় পুঞ্জিভূত মানসিক বৈষম্য দূরীকরণেও ভূমিকা রাখে এটিই আজকের প্রত্যাশা।

 দেশের ক্রান্তিকালে পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা সাতক্ষীরা জেলা পুলিশের এ অর্জন প্রতিটি পুলিশ সদস্যের দৃঢ়তা, বিচক্ষণতা এবং মানবিক দৃষ্টিকোণ থেকে গৃহীত পদক্ষেপের ফসল। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জেলা পুলিশ সাতক্ষীরার প্রতিটি সদস্যকে।

টিএইচ